ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ইউরোতে চ্যাম্পিয়ন হলে ব্যালন ডি’ওর জিতবো: রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মে ২৭, ২০১২
ইউরোতে চ্যাম্পিয়ন হলে ব্যালন ডি’ওর জিতবো: রোনালদো

মাদ্রিদ: রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বাস, পর্তুগিজের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে পারলে ফিফা ব্যালন ডি’ওরের পুরস্কার উঠবে তার হাতে।

ইউরোপে সবধরনের প্রতিযোগিতা মিলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি।

এক মৌসুমে তার গোল সংখ্যা ৭৩। অপরদিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদদের রোনালদো গোল করেছেন ৬০টি।

গোল করার দিক থেকে পিছিয়ে থাকলেও ক্লাবকে লা লিগার শিরোপা এনে দিয়েছেন রোনালদো। বলেন, ‘ব্যালন ডি’ওরের পুরস্কার কে জিতবে তা বিচারের দায়িত্ব আমার নয়। তবে আমার মনে হয়, দারুণ একটি মৌসুম পার করেছি আমি। ’

এর আগে রিয়াল কোচ হোসে মরিনহো জানিয়েছিলেন এবার ব্যালন ডি’ওর জিতবে রোনালদো। ইউরো চ্যাম্পিয়নশিপের আগে রোনালদো বলেন, ‘আমি বিশ্বের সবচেয়ে কঠিন লিগ জিতেছি। আমি মরিনহোর সঙ্গে একমত তবে এ মুহূর্তে আমার লক্ষ্য ইউরো চ্যাম্পিয়নশিপ। যেটা আমার ব্যালন ডি’ওর জেতায় সহায়ক হতে পারে। এটা সত্যি যে শুধু এজন্যই ইউরো চ্যাম্পিয়নশিপকে গুরুত্ব দিচ্ছি না; মৌসুমে যা পেয়েছি তা নিয়ে খুশি। এখন দেশকে শিরোপা উপহার দিতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ২৭, ২০১২
এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।