ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

ভালো সূচনা ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মে ২৭, ২০১২
ভালো সূচনা ইংল্যান্ডের

লন্ডন: অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের হার না মানা ১০২ রানের সুবাদে দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২৫৯। স্বাগতিকদের হাতে আছে আট উইকেট।

এর আগে মারলন স্যামুয়েলস ও অধিনায়ক ড্যারেন স্যামির শতকে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ৩৭০ রানে।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৩৭০/১০ (ওভার ১০৯.২)
ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৫৯/২ (ওভার ৬৮)

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ক্যারিয়ারে প্রথম শতক হাঁকান ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি। টিম ব্রেসনানের বলে ব্যক্তিগত ১০৬ রানে ক্যাচ আউট হন তিনি। এরপর আগের দিনের শতকের ইনিংসটি লম্বা করতে পারেননি স্যামুয়েলস। ১১৭ রানে তিনিও ক্যাচ দেন ব্রেসনানের বলে। ১৬টি চার দিয়ে নিজের ইনিংসটি সাজান এই ডানহাতি ব্যাটসম্যান।

স্যামুয়েলস সাজঘরে ফেরার পর বেশিদূর এগুতে পারেনি সফরকারীদের ইনিংস। দলীয় স্কোরে আর ২৯ রান যোগ হতেই ৩৭০ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের জবাবে দ্বিতীয় দিনটি দারুণ পার করেছেন ইংলিশরা। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস দিন শেষে অপরাজিত আছেন ১০২ রানে। স্ট্রাউস ও অ্যালিস্টার কুক ইনিংসের গোড়াপত্তন করার পর দলীয় ৪৩ রানে রবি রামপলের বলে ক্যাচ দেন কুক (২৪)। এরপর দলের স্কোরে ১২৩ রান আসার পরই রামপলের এলবিডব্লুর ফাঁদে পড়েন জনাথন ট্রট (৩৫)।

পরে কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। স্ট্রাউসের সঙ্গে ক্রিজে আছেন কেভিন পিটারসেন (৭২)।    

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ২৭, ২০১২
এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।