ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

স্মরণীয় মুহূর্তের অপেক্ষায় সাকিব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মে ২৭, ২০১২
স্মরণীয় মুহূর্তের অপেক্ষায় সাকিব

ক্রিকেটের জাঁকজমকপূর্ণ আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল রোববার। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অংশ নেবে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস।

তাই কলকাতার হয়ে মাঠে নামা বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানের ইন্টারভিউ নিয়েছে আনান্দবাজার পত্রিকা। আমাদের বাংলানিউজের পাঠকদের জন্য তা প্রকাশ করা হলো।

প্রশ্ন: ইলিশ মাছ উঠেছে তো!
সাকিব: জানি না।

প্রশ্ন: কেন, জানেন না কেন?
সাকিব: জানবো কী করে? দু’মাস ধরে তো দেশের বাইরে পড়ে আছি। পরশু ফিরে গেলে বুঝবো।

প্রশ্ন:কী মনে হচ্ছে, ফাইনালে কী হবে?
সাকিব: ফাইনালে লড়াই হবে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দলের সঙ্গে আইপিএলে সবচেয়ে ভালো রেকর্ড থাকা দলের।

প্রশ্ন:এটা জানতে চাইছি না। আপনি তো কাগজে লিখেন। প্রিভিউ লিখলে কী লিখতেন?
সাকিব: ওরে বাবা। এ সব বলা খুব কঠিন। তবে ওদের ওপর এক্সপেকটেশন অনেক বেশি, সেটা আমাদের একটা সুবিধা। আমরা গোটা আসরেই ভালো খেলেছি। ওরা শেষ দিকটা ভালো খেলছে। আমার মনে হয় আমরা যদি নিজেদের খেলাটা ধরে রাখতে পারি, ট্রফি আমাদের দিকে না আসার কোনো কারণ নেই।

প্রশ্ন: এই ফাইনালটা কি আসলে স্নায়ুর লড়াই?
সাকিব: হ্যাঁ, নার্ভ তো একটা ফ্যাক্টর হবেই। ফাইনালে যারা নার্ভ সামলাতে পারবে তাদের সমস্যা কম হবে।

প্রশ্ন: ধোনির ক্যাপ্টেন্সি কেমন লাগে?
সাকিব: ধোনি প্রচুর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়। ওর ভাগ্যটা ভালো, সে সব সিদ্ধান্ত লেগেও যায়। একই সঙ্গে আমি বলতে চাই ধোনির গেম রিডিংটা খুব ভালো। মাথা ঠান্ডা। ঠান্ডা মাথায় প্রচুর ম্যাচ বের করে নেয় সে। তবে আমি ধোনির ক্যাপ্টেন্সিতে খেলিনি। ওর ক্যাপ্টেন্সিতে খেললে আরও ভালো বলতে পারতাম।

প্রশ্ন: আর গম্ভীর?
সাকিব: খুব আক্রমণাত্মক। সামনে থেকে পারফরম্যান্সের মাধ্যমে নেতৃত্ব দেয়।

প্রশ্ন:কালকের ম্যাচে আপনার ভূমিকা?
সাকিব: চার ওভার ঠিকঠাক বল করতে হবে। আর ব্যাটিংয়ে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে।

প্রশ্ন:বাংলাদেশে আইপিএলের জনপ্রিয়তা কেমন?
সাকিব: যখন আমরা খেলি তখন লোকে ম্যাচ দেখে। ইন্টারেস্ট থাকে। বাংলাদেশের প্লেয়ার না খেললে অতটা থাকে না।

প্রশ্ন: তামিম ইকবালকে একটাও ম্যাচ পুনে খেলায়নি দেখে অবাক হয়েছেন?
সাকিব: ও না খেলায় আমার অবাক লাগে। পুনের দলে যারা খেলেছে তাদের কারও চেয়ে ও খারাপ নয়।

প্রশ্ন: সৌরভের সম্ভবত শেষ আন্তর্জাতিক উইকেট আপনার নেওয়া।
সাকিব: ওভাবে ভাবি না। সব উইকেটই সমান।

প্রশ্ন: আইপিএলে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত?
সাকিব: এখনও আসেনি। যেন কাল (রোববার) আসে। ইনশাল্লাহ!

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মে ২৭, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।