ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

চার বছর পর ডাক পেলেন উইলফ্রেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, মে ২৬, ২০১২
চার বছর পর ডাক পেলেন উইলফ্রেড

অ্যামস্টারডাম: ইউরোপীয় চ্যাম্পিনশিপকে সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন নেদারল্যান্ডসের কোচ বার্ট ফন মারউইক। প্রথম বারের মতো ডাক পেয়েছেন উইলেমস।

আর চার পর দলে ফিরেছেন ডিফেন্ডার উইলফ্রেড বাউমা।

দল থেকে বাদ পড়েছেন ফর্নন আনিটা,. সিয়েম ডি জং, অ্যাডাম মাহার ও জেরেমেইন লেন্স। ইউরোতে ‘বি’ গ্রুপে পড়েছে ডাচরা। গ্রুপের বাকি দলগুলো হচ্ছে জার্মানি, ডেনমার্ক ও পর্তুগাল।

স্কোয়াড: গোলরক্ষক মার্টিন স্টেকেলেনবার্গ, টিম রুল, মাইকেল ভর্ম, ডিফেন্ডার খাদিল বাউলাহরুজ, উইলফ্রেড বাউমা, জন হেইটিঙ্গা, জোরিস মাথিসেন, রন ফল্লার, গ্রেগোরি ফন ডার উয়েল, জেস্ট্রো উলেমস, মিডফিল্ডার ইব্রাহিম অ্যাফেলি, মার্কি ফন বোমেল, নিয়েগ ডি জং, স্টিজ শায়ার্স, ওয়েসলি স্নেইডার, কেভিন স্ট্রুটম্যান, রাফায়েল ফন ডার, ফরোয়ার্ড ক্লাস জান হান্টলার, লুক দে জং, ডির্ক কুইট, লুসিয়ানো নরসিং, রবিন ফন পার্সি ও অ্যারিয়েন রোবেন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মে ২৬, ২০১২

সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।