ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

মৌসুম শেষ ভেনাস উইলিয়ামসের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০
মৌসুম শেষ ভেনাস উইলিয়ামসের

নিউইয়র্ক: শেষপর্যন্ত চোটের কাছে হেরে গেলেন ভেনাস উইলিয়ামস। বাঁ পায়ের হাঁটুর চোট গুরুতর হওয়ায় এ বছর আর কোর্টে নামতে পারছেন না তিনি।

বুধবার ভেনাস নিজেই হতাশার খবরটি প্রকাশ করেন। সুস্থ না থাকায় নভেম্বরে ফেডারেশন কাপ ফাইনালেও খেলতে পারবেন না ৩০ বছর বয়সী এই মার্কিন টেনিস তারকা।

বেশ কিছু দিন ধরেই কোর্টে অনিয়মিত ভেনাস। জুনে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে হারের পর তিন মাস ছিলেন মাঠের বাইরে। এরপর গত মাসে কোর্টে ফিরলেও ইউএস ওপেনের সেমিফাইনালে হেরেছেন কিম কাইস্টার্সের কাছে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ফেড কাপ অধিনায়ক মারি জো ফার্নান্দেজ বলেন,“চোটের কারণে এই মৌসুমটাই বিশ্রামে থাকতে হবে ভেনাসকে। এটা দুর্ভাগ্যজনক। ”

বাংলাদেশ সময়: ১৮০২ ঘন্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।