ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

চেলসিকে বিদায় বলে দিলেন দ্রগবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মে ২২, ২০১২
চেলসিকে বিদায় বলে দিলেন দ্রগবা

লন্ডন: দিন কয়েক আগে দিদিয়ের দ্রগবার পারফরমেন্সে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে ইংলিশ ক্লাব চেলসি। এই সাফল্যের পর ব্লুজ শিবির থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছর বয়সী আইভোরিয়ান এই ফরোয়ার্ড।



বিষয়টি এরই মধ্যে জানিয়ে দিয়েছেন সতীর্থদের। শিরোপা জয়ের পর লন্ডনের রাস্তায় জন টেরি ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডদের সঙ্গে ‘ওপেন বাস প্যারেডে’ অংশ নেন দ্রগবা। তখনই প্রিয় সতীর্থদের জানিয়ে দেন বিদায় নেওয়ার বিষয়টি। ফ্রান্স ফুটবল সাময়িকী জানিয়েছে, ‘টেরি ও ল্যাম্পার্ডদেরকে দ্রগবা বলেন, পরবর্তী মৌসুমে আর একসঙ্গে থাকা হচ্ছে না আমাদের। ’

বিষয়টি প্রকাশ করার সময় এই ফরোয়ার্ড আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। ফ্রান্স ফুটবল সাময়িকীকে দ্রগবা বলেন, ‘গত তিন বছর ধরেই ক্লাব ছেড়ে দেওয়ার কথা ভাবছিলাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া আমার জন্য খুবই কঠিন ছিলো। সত্যিই তাদের ছেড়ে যেতে চাইনি। ’

মাঠের মধ্যে রাজত্ব করতে ভালোবাসেন দ্রগবা। বেঞ্চে বসে থাকা একেবারেই পছন্দ নয় আইভোরিয়ান এ ফরোয়ার্ডের । ক্লাবের বর্তমান পরিস্থিতিতে পরবর্তী মৌসুমে কম ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন তিনি। এই ভাবনা থেকেই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দ্রগবা, ‘নতুন দল গঠনের পর আমি বেঞ্চে বসে অন্যদের খেলা দেখতে চাইনি। ’

তবে স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে দেওয়ার পর ইংলিশ, স্প্যানিশ, জার্মান ও ইতালির মতো বড় লিগে যোগ না দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দ্রগবা। বলেন, ‘যদি আমি অন্য কোথাও যাই সেটা অবশ্যই বড় কোনো লিগ হবে না। ’

এক্ষেত্রে এশিয়ান লিগে দেখা যেতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের এই তারকাকে। যোগ দিতে পারেন চীনের সাংহাই সেনহুয়া ক্লাবে। এ ক্লাবে কোচ হিসেবে আছেন সাবেক সতীর্থ নিকোলা অ্যানেলকা। এর আগে ফ্রান্সের এই সাবেক ফুটবলার দলটিতে দ্রগবাকে নিতে আগ্রহ দেখিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ২২, ২০১২

এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।