ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সারওয়ান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মে ২২, ২০১২
মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সারওয়ান

লন্ডন: ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন রামনরেশ সারওয়ান। ২০১১ সালের পর কারিবীয় জার্সি গায়ে মাঠে নামেননি।

কোচের নেতিবাচক বক্তব্যের প্রভাব তার খেলায় পড়েছিলো বলে জানালেন বিবিসিকে।

৩১ বছর বয়সী সারওয়ান বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন, ‘কোচের নেতিবাচক কথাবার্তায় মানসিকভাবে ভেঙে পড়ি। যার প্রভাব পড়ে খেলায়। যাই হোক, সবকিছু সামলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। ’

২০১০ সালে সারওয়ানের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি বাতিল করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাতে অখুশি নন সারওয়ান। বলেন, ‘সব ধরনের সমস্যা থেকে দূরে আছি। ওই সব নিয়ে একেবারেই চিন্তিত নই। কেননা এখানে (কাউন্টি ক্লাব) কোনো কোচ আমার সম্পর্কে নেতিবাচক কথা বলেন না। ভুলেই গিয়েছিলাম, কোনটা আমার সামনের ও পেছনের পা। কিন্তু এ মুহূর্তে অনেক ভালো আছি ও পারফরমেন্স করছি। ’

সারওয়ান বলেন, ‘এবিষয়ে আগে কিছুই বলেনি, কারণ নিজেকে পুরোপুরি বন্দী করে ফেলেছিলাম। জানেন প্রায় তিনদিন ঘর থেকে বের হইনি। তখন বাবা আমাকে আবার ক্রিকেট আরম্ভ করার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। শেষপর্যন্ত ভেঙে পড়াটাই আমাকে পুনরায় ফিরে আসার শক্তি যুগিয়েছে। ’

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮৩টি টেস্ট ও ১৫৯টি ওয়ানডে খেলেছেন সারওয়ান। ২০০৭ সালে ইংল্যান্ডের মাটিতে দুই টেস্টে ক্যারিবীয় দলের নেতৃত্ব দেন ডানহাতি এই ব্যাটসম্যান। বর্তমানে খেলছেন লেস্টারশায়ারে। দুই বছরের জন্য এই ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ২২, ২০১২

সিজি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।