ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

বার্সেলোনার ভক্ত সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মে ২২, ২০১২
বার্সেলোনার ভক্ত সাকিব

নয়া দিল্লি: টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে দারুণ পারফরমেন্স করা এই ক্রিকেটার বর্তমানে খেলছেন আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সে।

প্রতিযোগিতার ব্যস্ত সূচির মাঝে সম্প্রতি ক্রিকইনফোর মুখোমুখি হয়েছিলেন সাকিব। ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারের চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো:

টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সেরা অলরাউন্ডার হওয়ার রহস্য সম্পর্কে সাকিব আল হাসান বলেন, ‘কঠোর অনুশীলন, চিন্তার বাস্তবায়ন ও দলের জন্য অবদান রাখার চেষ্টাই আমাকে এ জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে। ’

ক্যারিয়ারে সেরা পারফরমেন্স হিসেবে পাঁচ উইকেট না শতককে এগিয়ে রাখবেন এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৭ উইকেট পেয়েছিলাম। এটি ছিলো খুবই চমৎকার। কিন্তু আমি সবসময়ই পাঁচ উইকেটের চেয়ে শতককে এগিয়ে রাখব। কারণ আমাকে বোলিংয়ে খুব একটা পরিশ্রম করতে হয় না। কিন্তু ব্যাটিংয়ে অনেক বেশি শ্রম দিতে হয়। ’

বাংলাদেশ দলের অধিনায়ক থাকা অবস্থায় কখনো মেজাজ হারিয়েছিলেন কি না এমন প্রশ্নের জবাবে, ‘২০১১ সালে বিশ্বকাপ চলাকালে দেশের সাবেক ক্রিকেটারদের উদ্দেশ্যে আমি কিছু মন্তব্য করেছিলাম। এরপর তারা আমার কঠোর সমালোচনা করেছিলেন। এজন্য বাজেভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলাম। এখন বিষয়টির জন্য আমি অনুতপ্ত। তখন আমার মনে হয়েছিলো আমি সঠিক কাজটি করেছি। কিন্তু এখন আমি আরও পরিণত এবং সবকিছু ভিন্নভাবে ভাবতে পারি। ’

সতীর্থরা সাকিবকে ‘ময়না’ নামে ডেকে থাকেন। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি তখন হাইপারফরমেন্স সেন্টারে ছিলাম। এখান থেকেই বাংলাদেশ জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় সুযোগ পেয়েছে। ক্যাম্প চলাকালে হঠাৎ একদিন নাঈম ইসলাম কোনো কারণ ছাড়াই আমাকে ময়না নামে ডাকা শুরু করলেন। তবে অনেক ক্রিকেটারের আরও মজার নাম আছে। যেমন তামিম ইকবালকে ডাকা হয় পেটলা (ভোঁজনরসিক) এবং মুশফিকুর রহিমকে বাটুল (ছোট) নামে। ’

নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে সাকিব কী শেখাতে পারেন? এমন প্রশ্নের জবাবে, ‘সম্ভবত তাকে স্পিন বল করা শেখাতে পারি। কিন্তু তার সামনে গেলে ইতস্তত বোধ করি। তাকে বলার জন্য সঠিক কথা খুঁজে পাই না। ’

ক্রিকেটের বাইরে নিজের সখের বিষয়ে সাকিব, ‘সত্যিই ক্রিকেটের চেয়ে ফুটবল বেশি ভালোবাসি। আমি ফুটবলের মারাত্মক ভক্ত।   ইউরোপিয়ান ফুটবল দেখার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করি। বার্সেলোনার সবগুলো ম্যাচ দেখার চেষ্টা করি। যদি হোটেলের টিভিতে ফুটবল ম্যাচ দেখতে না পারি তাহালে ইন্টারনেট থেকে ম্যাচ উপভোগ করি। তবে এখনও ন্যু ক্যাম্পে যেতে পারিনি। সম্ভবত আগামী বছর  যেতে পারবো। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচ দেখতে খুবই পছন্দ করি। ’

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ২২, ২০১২

এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।