ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

রাজস্থান রয়্যালস নিয়ে সিদ্ধান্তহীনতায় দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, মে ২১, ২০১২
রাজস্থান রয়্যালস নিয়ে সিদ্ধান্তহীনতায় দ্রাবিড়

নয়া দিল্লি: আইপিএলের পঞ্চম আসরে প্লে অফ রাউন্ডে খেলার সুযোগ পায়নি রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস। এমন অবস্থায় ভবিষ্যতে দলে তার ভূমিকা কী হবে সেটা নিয়ে অনিশ্চয়তার কথা জানান বর্তমান অধিনায়ক।

তবে দলের সঙ্গে আলোচনার আগে খানিকটা বিরতি নিতে চান ভারতীয় দলের সাবেক এই ক্রিকেটার।

প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ১০ উইকেটে হেরে যায় রাজস্থান। এই ম্যাচের পর সংবাদ মাধ্যমকে রাহুল দ্রাবিড় বলেন,‘আমি সত্যিই বুঝতে পারছি না কি করবো। আমাকে এ নিয়ে ভাবতে হবে। অবসরে যেতে চাই এবং দলে আমার ভূমিকা নিয়ে সিদ্ধান্ত নিতে চাই। দলে আমার ভবিষ্যত অবস্থান প্রসঙ্গে পরিবার ও রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করার পর সিদ্ধান্ত নেবো। আমার লক্ষ্য হচ্ছে তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করা। ’

রাজস্থানের তরুণ ক্রিকেটারদের প্রসঙ্গে বলেন,‘ দলে অশোক মেনারিয়া, অজিত চান্দিলা, অঙ্কিত চবন ও গজেন্দ্র সিংদের মতো প্রতিভাবান তরুন ক্রিকেটার আছে। আমি গজেন্দ্র সিংয়ের জন্য দুঃখিত, খুব ভালো বোলার হওয়া সত্ত্বেও সে খেলার সুযোগ পায়নি। ’

আইপিএলের বর্তমান মৌসুমের আগে জাতীয় দল থেকে অবসর নেন টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী (১৩, ২৮৮রান)। সর্বশেষ রাজস্থানের হয়ে নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে রাহুল বলেন,‘দলকে নেতৃত্ব দেওয়া ছিলো খুবই আনন্দদায়ক। কারণ ম্যানেজমেন্ট ও কর্মকর্তাদের কাছ থেকে চমৎকার সহায়তা পেয়েছি। ‘

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মে ২১, ২০১২

এমএইচ
সম্পাদনা: আহসান হাবিব সম্রাট, স্টাফ করেসপন্ডেন্ট/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।