ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

শেখ রাসেলকে রুখে দিলো আরামবাগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মে ২১, ২০১২

ঢাকা: গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে সোমবার শেখ রাসেল ক্রীড়া চক্র ড্র করেছে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোল পায়নি কোনো পক্ষই।



এই ড্র’এ ১৩ ম্যাচে ২১ পয়েন্ট টেবিলে তৃতীয়স্থানেই পরে রইলো শেষ রাসেল। অন্যদিকে সমান ম্যাচে দশ পয়েন্ট নিয়ে তলানি থেকে নবম স্থানে উঠে এসেছে আরামবাগ।

ম্যাচের শুরু থেকেই খুঁজে পাওয়া যায়নি শেখ রাসেলের ফুটবলারদের। আরামবাগের রক্ষণাত্মক কৌশলের কারণে পোস্টে তেমন শট নিতে পারেনি শেখ রাসেল স্ট্রাইকাররা। দু’একটি সুযোগ যেটি পেয়েছিলো সেটিও কাজে লাগাতে ব্যর্থ হয় কোচ মারুফুলের শিষ্যরা। ২৬ মিনিটে ক্যামেরুন মিডফিল্ডার ফ্রাঙ্ক অলিভারের পাসে পোস্টে শট নেন রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড বুকোলা ওলাকিনান। তার শট কর্ণারের বিনিময়ে রক্ষা করেন আরামবাগ গোলরক্ষক বিপ্লব কুমার বিষ্ণু। এছাড়া ম্যাচের ইনজুরি সময়ে বুকোলার আরেকটি দূরপাল্লার শট সাইড পোষ্টে লেগে ফিরে আসলে জয় বঞ্চিত হয় শেখ রাসেল। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে উভয় দল।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ২১, ২০১২

এএইচবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad