ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

আর্জেন্টিনাই ফেবারিট: আন্দ্রেস ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, জুন ২৮, ২০১০

ব্লুমফন্টেইন: বিশ্বকাপে আর্জেন্টিনাকেই ফেবারিট মানছেন আন্দ্রেস ইনিয়েস্তা। এএসকে দেওয়া সাক্ষাতকারে এমনটাই দাবি করেছেন এই স্প্যানিশ ফুটবলার।

 
তিনি বলেন,“একমাত্র আর্জেন্টিনাই ঠিক পথে আছে। বিশ্বকাপ তাদেরই প্রাপ্য। ”

বার্সেলোনা সতীর্থ মেসির প্রশংসাই করলেন ইনিয়েস্তা। বলেন,“আমি জানি না, মেসি অপরাজেয় হয়ে উঠতে পারবে কি না। তবে তাকে নিয়ে আর্জেন্টিনার গর্ব করা উচিৎ। সে অসাধারণ খেলোয়াড়। ”

ইনিয়েস্তা অবশ্য নিজ দলের খেলায় সন্তুষ্ট হতে পারছেন না। তার মতে বিশ্বকাপ জয়ের মত  পারফরমেন্স এখনো দেখাতে পারেনি স্পেন। বলেন,“বিশ্বকাপ জয়ের জন্য আমরা প্রস্তুত নই। ”

বিশ্বকাপের নকআউট পর্বে বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে বারটায় নিজেদের অস্তিত্বের ম্যাচে পর্তুগালের বিপক্ষে খেলবে স্পেন।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘন্টা, ২৮ জুন, ২০১০
এসএফএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।