ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

আর্জেন্টিনা ঝড়ে উড়ে গেল মেক্সিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, জুন ২৭, ২০১০
আর্জেন্টিনা ঝড়ে উড়ে গেল মেক্সিকো

ঢাকা: আগুনে ফর্ম যাকে বলে মেসি, ম্যারডোনার আর্জেন্টিনা যেন তাই। দলটি অপ্রতিরোধ্য।

নকআউট পর্বেও সোমবার  মেক্সিকোকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে প্রমাণ করলো তারা দুর্বার।

গোল করেছে তেভেজ ২টি। তার মধ্যে একটি প্রথমার্ধের ২৬ মিনিটে, আরেকটি দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে। প্রথমার্ধের ৩৩ মিনিটে আর্জেন্টিনার পক্ষে আরেকটি গোল করেন হ্যাটট্রিকম্যান হিগুয়েন। আর্জেন্টিনা জেতে অনেকটা অনায়াসেই। পুরো খেলায় ছিল পরিচ্ছন্নতার ছাপ। অন্যদের থেকে এখানেই ব্যতিক্রম হট ফেভারিট ম্যারাডোনার দল।

গ্রুপ পর্ব থেকে নকআউট কোথাও ঠেকেনি তারা। একের পর এক জয় নিয়ে ধেয়ে যাচ্ছে শিরোপার দিকে।

প্রথম গোলটি নিয়ে আপত্তি ছিল প্রতিপক্ষ মেক্সিকোর। অফসাইডের ফাঁদে পরেছিলেন তেভেজ। কিন্তু সহকারী রেফারি পতাকা না তোলায় গোলের বাঁশি বাজান রেফারি। পিছিয়ে পড়ায় কিছুটা হতাশায় ভোগে মেক্সিকো। সুযোগ বুঝে দ্বিতীয়  গোল আদায় করে নেয় আর্জেন্টিনা।

বিরতির পর দ্বিতীয় গোল করেন তেভেজ। আর আর্জেন্টিনা এগিয়ে যায় ৩-০ তে।

গোল শোধে মরিয়া হয়ে উঠে মেক্সিকো। ৭১ মিনিটে একটি গোল শোধ করে মেক্সিকোর হার্নান্দেজ। তবে শেষ রক্ষা হয়নি মাঠ ছাড়তে হয় হার মেনেই।

৩রা জুলাই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে জার্মানির।

বাংলাদেশ সময়: ০২৩০ঘণ্টা, জুন ২৮, ২০১০
এসএ/এনএস




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।