ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

পারলেন না সিদ্দিকুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
পারলেন না সিদ্দিকুর

ঢাকা: তীরে এসে তরী ডোবালেন দেশসেরা গলফার সিদ্দিকুর রাহমান। রোববার অল্পের জন্য ফসকে গেছে এশিয়ান ট্যুরের আরেকটি শিরোপা মার্কিউরিস তাইওয়ান মাস্টার্স চ্যাম্পিয়নশিপ।

প্লে-অফে থাইল্যান্ডের পারিয়া জুনহাসাভাসদিকুলের কাছে হেরে দ্বিতীয় হয়েছেন তিনি।

তাইওয়ান গলফ অ্যান্ড কাউন্ট্রি কাবে শনিবার তৃতীয় রাউন্ডের খেলা শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী থাইল্যান্ডের পারিয়ার চেয়ে এক স্ট্রোকে এগিয়ে ছিলেন সিদ্দিকুর। কিন্তু চতুর্থ দিন ফাইনাল রাউন্ডে সিদ্দিকুরের চেয়ে এক স্ট্রোক কম খেলে (৭৪ স্ট্রোক) খেলা প্লে-অফে নিয়ে যান জুনহাসাভাসদিকুল।

চতুর্থ রাউন্ড শেষে দুজনের স্কোড় দাঁড়ায় ২৮৬ করে। অতিরিক্ত সময়ে ৪ পার স্ট্রোকের ১৮ হোলের খেলায় এগিয়ে যান পারিয়া।

৫ লাখ ডলারের এই প্রতিযোগিতায় শিরোপা জিতে ১ লাখ ডলার জিতে নেয় লাইসেন্সধারী বিমান চালক পারিয়া জুলহাসাভাসদিকুল।

অন্যদিকে রানার আপ হওয়ায় সিদ্দিকুর প্রাইজমানি পাবেন ৬০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘন্টা, অক্টোবর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।