ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

দ.আফ্রিকা পিছিয়ে ১৮৫ রানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জুন ২৭, ২০১০

বার্বাডোস: সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকা প্রথমদিনে ২ উইকেটে তুলেছে ৪৬ রান। এখানো পিছিয়ে আছে ১৮৫ রানে।

হাতে আছে আট উইকেট।

৩৫ রান নিয়ে ব্যাট করছেন প্রোটিয়াস অধিনায়ক গ্রায়েম স্মিথ। অপর ব্যাটসম্যান পল হ্যারিস অপরাজিত আছেন ২ রানে।

প্রথম ইনিংসে টস জিতে রোববার ব্যাট করতে নেমে সবকয়টি উইকেট হারিয়ে ২৩১ রান তোলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

ব্রিজ টাউনের কেনসিংটন ওভালে খেলতে নেমে প্রথমদিনে দু’টি উইকেট হারায় সফরকারী দক্ষিণ আফ্রিকা। দলীয় ৪১ রানের মধ্যে সাজঘরে ফেরেন আলভিরো পিটারসেন ১ ও হাশিম আমলা ৫ রানে। পরে দলের সঙ্গে আরো ৫ রান যোগ হতেই প্রথমদিন শেষ হয় সফরকারীদের।

একটি উইকেট নেন কেমার রোচ এবং অন্যটি নেন সুলিইমান বেন।

এর আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত উইকেট হারিয়ে ফেলায় বেশি দূত যেতে পারেনি স্বাগতিকরা।

দলের পক্ষে সবোর্চ্চ ৬১ রান করেন ডোয়াইন ব্রাভো। তার ইনিংসে চারটি চার ও একটি ছয়ের মার ছিল। এছাড়া নরসিং দেওনারিন ৪৬ ও দিনেশ রামদিন করেন ২৭ রান।

৫৬ রানে চারটি উইকেট নেন জোহান বোথা। তিনটি উইকেট নেন ডেল স্টেইন। এছাড়া দু’টি নেন জ্যাক ক্যালিস।

তিন  টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘন্টা, ২৭ জুন, ২০১০
সিজি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad