ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

দ্বিতীয়দিনটাও অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০
দ্বিতীয়দিনটাও অস্ট্রেলিয়ার

চন্ডিগড়: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসের দ্বিতীয়দিন শেষে দুই উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে ভারত। এখনো পিছিয়ে ৩১৮ রানে।

হাতে আছে আট উইকেট।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪২৮ (ওভার ১৫১.৪)
ভারত প্রথম ইনিংস: ১১০/২ (ওভার ২১)

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া ৪২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন ওপেনার গৌতম গম্ভীর ও বীরেন্দ্র শেবাগ। জুটি ভাঙ্গে দলীয় ৮১ রানের মাথায়। মিশেল জনসনের এলবিডব্লুয়ের ফাঁদে পড়েন গম্ভীর (২৫)। শেবাগও ব্যক্তিগত ৫৯ রানে জনসনের শিকার হয়ে মাঠ ছাড়েন। ১০টি চার দিয়ে নিজের ইনিংসটি সাজান মারকুটে এই ব্যাটসম্যান। পরে আর কোন উইকেট না হারিয়ে দিনশেষ করেন স্বাগতিকরা।

২১ রানে অপরাজিত আছেন রাহুল দ্রাবিড়। অপর ব্যাটসম্যান ইশান্ত শর্মা এখনো রানের খাতা খোলেননি।

এর আগে প্রথম ইনিংসের দ্বিতীয়দিনে শেন ওয়াটসনের ১২৬ ও টিম পেইনের ৯২ রানের সুবাদে সফরকারী অস্ট্রেলিয়া সব উইকেট হারিয়ে ৪২৮ রান তোলে।

৯৪ রান দিয়ে পাঁচটি উইকেট নেন জহির খান। এছাড়া হরভজন সিং তিনটি উইকেট নেন ১১৪ রানে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘন্টা, অক্টোবর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad