ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

থাইল্যান্ড ওপেনে হোঁচট খেলেন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০
থাইল্যান্ড ওপেনে হোঁচট খেলেন নাদাল

ব্যাংকক: থাইল্যান্ড ওপেনে অঘটনের শিকার হলেন বিশ্বসেরা স্পেনের রাফায়েল নাদাল। শনিবার সেমিফাইনালে তিনি  হেরেছেন স্বদেশি গিলের্মো গার্সিয়া লোপেজের কাছে।

ফাইনালে লোপেজ মুখোমুখি হবেন ফিনল্যান্ডের জার্কো নিয়েমিনেনের সঙ্গে।

সদ্যই ইউএস ওপেন জেতা নাদায়েল আচমকা হোঁচট খেলেন। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জেতার আগেও এটিপি টুর্নামেন্টেও অঘটনের শিকার হয়েছিলেন স্প্যানিশ কিংবদন্তি। ৯টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী শীর্ষ তারকা হার মানলেন র‌্যাঙ্কিংয়ের ৫৩তম খেলোয়াড়ের কাছে।  

প্রথম সেটে হেসে খেলেই জিতেন ২৪ বছর বয়সী নাদাল। গার্সিয়াকে হারান ৭-২ গেমে। পরের সেটেই হোঁচট খান বিশ্বসেরা নাদাল। টাইব্রেকারে ৭-৬ (৭-৩) গেমে হারেন গার্সিয়ার কাছে।

অন্যমেজাজে ছিলেন গার্সিয়া। স্বদেশি শীর্ষ তারকাকে হারাতে মরিয়া হয়ে ওঠেন। শেষ সেটে ৬-৩ গেমে জিতে টুর্নামেন্ট থেকে নাদালের বিদায় নিশ্চিত করেন।

এদিকে গার্সিয়ার সঙ্গে ফাইনালে উঠেছেন ফিনল্যান্ডের অবাছাই খেলোয়াড় জার্কো নিয়েমিনেন। সেমিফাইনালে জার্কো ৬-৩ ও ৬-২ গেমে হারান জার্মানির বেঞ্জামিন বেকারকে। ক্যারিয়ারে একটি একক (এপিটি) শিরোপা জেতা জার্কো দ্বিতীয় শিরোপার সন্ধানে এসেছেন থাইল্যান্ডে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘন্টা, অক্টোবর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।