ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

এনসিএ’র সভাপতি হলেন অনিল কুম্বলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০
এনসিএ’র সভাপতি হলেন অনিল কুম্বলে

নয়াদিল্লি: ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ)’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক অনিল কুম্বলে।

বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কুম্বলেকে সভাপতি হিসেবে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

এর আগে এ দায়িত্বে ছিলেন বিখ্যাত ধারাভাষ্যকার ও ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী।

দায়িত্ব পাওয়ার পর হিন্দুস্তান টাইমসকে এক সাক্ষাৎকারে ডান হাতি লেগ স্পিনার কুম্বলে বলেন,“আমি মনে করি সবাইকে এক সঙ্গে একটা কাঠামোর মধ্যে আনার দারুণ সুযোগ এটা। তরুণ ক্রিকেটারদের উন্নয়নে বেশ কার্যকরও হবে পন্থাটি। এছাড়া এনসিএ কেবল ক্রিকেটার জমায়েত করার স্থানই নয়। বরং তাদের সুস্থ মানসিকতা ও ব্যক্তিত্ব গঠন নিয়েও কাজ করবে। ”

ভারতের হয়ে ১৩২টি টেস্ট ও ২৭১টি একদিনের ম্যাচ খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই অধিনায়ক।

বাংলাদেশ সময়:১৭২৫ ঘন্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।