ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

থাইল্যান্ড যাচ্ছে কমনওয়েলথ ক্রিকেট ক্লাব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১২

ঢাকা: পর্যটন শহর হুয়া হিনে ১৭তম আন্তর্জাতিক সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে শুক্রবার থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশের কমনওয়েলথ ক্রিকেট কাব। ছয়টি দেশের ২৪টি দলের অংশগ্রহণে ৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে পাঁচদিন ব্যাপী টুর্নামেন্ট।



বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে কমনওয়েলথ ক্রিকেট কাবের দলনেতা ফরিদউদ্দিন খান রুমি টুর্নামেন্টের বিভিন্ন দিক সম্পর্কে অবগত করেন। তিনি জানান, এই টুর্নামেন্টে ২০১০ সালে শিরোপা ও গত বছর তার দল রানার্স আপ হয়েছে। শিরোপা গৌরব পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই এবার অংশ নিতে যাচ্ছে কমনওয়েলথ কাব।

জাতীয় দলের খেলোয়াড় ইলিয়াস সানিসহ প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা কমনওয়েলথের হয়ে খেলবেন। অপর সদস্যরা হলেন সেজান (অধিনায়ক), আরিফ, ইকবাল, আহসান, চয়ন, সুমন, মোশাররফ, ফয়সাল ও করবী।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১২

এএইচবি/সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।