ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

আমিরকে নিয়ে আইসিসির শিক্ষা ভিডিও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১২
আমিরকে নিয়ে আইসিসির শিক্ষা ভিডিও

লন্ডন: স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত হওয়ার পর উলট-পালট হয়ে গেছে মোহাম্মদ আমিরের জীবন। এ অপরাধে শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধই হননি; কারাভোগও করেছেন তিনি।

সবকিছু অকপটে স্বীকার করে অনুতপ্ত এই ১৯ বছর বয়সী ক্রিকেটার ফের অপেক্ষায় আছেন জাতীয় দলে ফেরার। ঠিক সে মুহূর্তে ক্রিকেটে দুর্নীতি ঠেকাতে দারুণ উদ্যোগ নিয়েছে আইসিসির অ্যান্টি-করাপশন এবং সিকিউরিটি ইউনিট (এসিএসইউ)। তাকে নিয়ে পাঁচ মিনিটের শিক্ষা ভিডিও চিত্র তৈরি করেছে সংস্থাটি।

এই ভিডিও চিত্রে ১৯ বছর বয়সী এই পাকিস্তানি ক্রিকেটারের স্পট-ফিক্সিংয়ে জড়ানোর ঘটনা থেকে শুরু করে কাতারে শুনানির সময় আইসিসিকে মিথ্যা বলে বিব্রত বোধ করা এবং তিন মাস লন্ডনের কারাগারে কাটানোর যন্ত্রণার কথা উঠে এসেছে।

আমির বলেন,‘লর্ডস টেস্টে আমি ছয়টি উইকেট পেয়েছিলাম। তবে কয়েক ঘণ্টা পর পাল্টে গেছে সবকিছু। দুটি নো বলের জন্য ধ্বংস করে দিয়েছে আমাকে। ’

লর্ড টেস্টে নো বল করা প্রসঙ্গে, ‘কয়েকজন সিনিয়র ক্রিকেটার বাজে কাজটি করতে চাপ দিয়েছিলো। এটা করতে চাইনি। একসময় আমি ছিলাম সেরা বোলার এবং এরপরই সবাই আমাকে প্রতারক হিসেবে জানলো। এমন কষ্টের কথা ভাষায় প্রকাশ করা যায়না। ’

স্পট-ফিক্সিং কেলেঙ্কারি প্রমাণিত হওয়ায় ছয় মাসের জেল দিয়েছিলো লন্ডনের ক্রাউন কোর্ট। ভিডিও চিত্রে বিষয়টি নিয়ে তরুণ পেসার বলেন, ‘যখন পুলিশ হাতকড়া পড়ালো তখন কেঁদে ছিলাম। আমি ভাবছি আর কোনদিনই ক্রিকেট খেলতে পারবো না। ’

ভালো ব্যবহারের জন্য তিন মাস আগেই জেল থেকে ছাড়া পান তিনি। জেলের জীবন প্রসঙ্গে এবং ক্রিকেটারদের উদ্দেশ্যে এখানে বলেন, ‘জেল প্রত্যেকের জন্যই একটি বাজে জায়গা। আমি যা করেছি, এমন ভুল আর কেউই করবেন না। আমি একজন বোকা। আমি তখন কাউকেই বিষয়টি বলিনি কারণ আমার যথেষ্ট সাহস ছিলো না। কেউ যদি আপনাদের এমন প্রস্তাব দেয় তাহলে সরাসরি আইসিসিকে জনিয়ে দিবেন এবং তারা আপনাদের সাহায্য করবে। ’

স্পট ফিক্সিংয়ে জড়ানোর জন্য পাকিস্তানের অন্য দুই ক্রিকেটার সালমান বাটকে আড়াই বছর ও মোহাম্মদ আসিফকে ১ বছরের জেল দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১২

এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।