ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

ইডেনে আজ আইপিএলে বীরু বনাম গোতি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১২
ইডেনে আজ আইপিএলে বীরু বনাম গোতি

কলকাতা: বৃহস্পতিবারের চৈতালী রাতে ইডেন গার্ডেনে আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ার ডেভিলস৷ অন্যমাত্রায় পৌঁছতে পারে ইডেনে আইপিএলের লড়াই৷

বীরেন্দ্র শেবাগ বনাম গৌতম গম্ভীর৷ টিম ইন্ডিয়ার জুড়ি নাম্বর ওয়ান কিন্তু ইডেনে নামবেন মুখোমুখি লড়াইয়ে৷ টি-২০ তে ফেবারিট বেছে নেওয়া কঠিন৷ তা সত্বেও ক্রিকেট বিশেষজ্ঞরা অল্প হলেও এগিয়ে রাখছেন নাইট-রাইডার্সকেই৷ 
একদিকে নাইট-রাইডার্সের হাতে প্রথম একাদশে বিদেশি ক্রিকেটার খেলানোর ক্ষেত্রে একাধিক বিকল্প৷ অন্যদিকে দিল্লি অনেকটাই পিছিয়ে দলের সেরা তিন বিদেশি ক্রিকেটার এখনো টেস্ট ক্রিকেটে ব্যস্ত থাকায়৷ 
গতবারের শেষ চারের মধ্যে থাকা নাইটদের এবার কিন্তু শুরু থেকেই খেতাবের দৌড়ে দেখা যাবে আশায় ক্রিকেট বিশেষজ্ঞরা৷

ব্যাটসম্যান বনাম ব্যাটসম্যান
কাদের হাতে থাকবে ম্যাচের চাবি? নাইট-রাইডার্সে দুরন্ত ফর্মে রয়েছেন জ্যাক ক্যালিস৷ মাত্র পাঁচদিন আগেই টি-২০ তে ভারতের বিরুদ্ধে উড়ন্ত ব্যাটিং করেছেন৷ ছন্দে ফিরেছেন গৌতম গম্ভীরও৷ নাইট অধিনায়কের ব্যাটে ঝড় উঠলে অবাক হওয়ার কিছু নেই৷ 
এবং অবশ্যই ঘরের মাঠে খেলা মনোজ তিওয়ারি৷ জাতীয় দলের হয়ে শতরান করার পর টানা বাদ ১২টি ম্যাচে৷ এবারের আইপিএল অনেক কিছু প্রমাণ করার লড়াই মনোজ তিওয়ারির কাছে৷   
কোন ব্যাটসম্যানদের উপর ভরসা রাখতে পারে ডেয়ার ডেভিলস?  বীরেন্দ্র সহবাগ। নাইট বোলারদের কিন্তু একাই চাপে ফেলে দিতে পারেন৷ তাই দিল্লির ব্যাটিং লাইন আপের সেরা অস্ত্র বলতেই হবে৷ বিশ্রাম নিয়ে রীতিমতো ফিট হয়ে নামবেন শেবাগ৷ নজর রাখতে হবে টি-২০ র বিশেষজ্ঞ ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের দিকেও৷ গড় ভাল।
স্ট্রাইক রেটও দারুণ৷ গত কয়েক বছর আইপিএলে বেশ ভাল খেলছেন হায়দ্রাবাদের ব্যাটসম্যান বেণুগোপাল রাও৷                         
 বোলার বনাম বোলার
নাইট রাইডার্সের বোলিং অ্যাটাককে নেতৃত্ব দেবেন অবশ্যই ব্রেট লি৷ অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টি-২০ তে ইদানিং রেকর্ড বেশ ভাল ব্রেট লি`র৷ লক্ষ্মীপতি বালাজির একটা ওভারই নাইট রাইডার্সকে গতবার ফাইনাল হার্ডল থেকে ছিটকে দেয়৷ 
তবে টি-২০ তে কোনও বোলারের থেকে পিছিয়ে থাকবেন না বালাজি৷ নাইটদের হয়ে বল হাতে গতবছর দুর্দান্ত পারফরমেন্স ছিল ইকবাল আবদুল্লার৷ এবারেও নজরে থাকবেন মুম্বইয়ের বাঁ হাতি স্পিনার৷ 
নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের সামনে কঠিন চ্যালেঞ্জ নিয়ে হাজির হতে পারেন দিল্লির বোলাররা৷ নজরে থাকবেন যাঁরা, তাঁদের মধ্যে প্রথমেই নাম আসবে মর্নি মর্কেলের৷ দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলারকে খেলতে অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন যে কোন ব্যাটসম্যান৷ তালিকায় পরের নাম উমেশ যাদব৷
গতিতে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে এগিয়ে উমেশ৷ এবং অবশ্যই ইরফান পাঠান৷ টি-২০ ক্রিকেটে ইরফানের রেকর্ড বেশ ভাল৷   
বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১২
আরডি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad