ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

বিচ ফুটবল প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১২

ঢাকা: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ৬ ও ৭ এপ্রিল দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বিচ ফুটবল টুর্নামেন্ট।

‘রানার-চ্যানেল আই বিচ ফুটবল টুর্নামেন্ট ২০১২’ প্রতিযোগিতায় সাবেক জাতীয় তারকা ফুটবলারদের সমন্বয়ে গঠিত দেশের ঐতিহ্যবাহী ছয়টি ক্লাব অংশ নেবে।

আবাহনী মাস্টার্স, মোহামেডান মাস্টার্স, ব্রাদার্স মাস্টার্স, মুক্তিযোদ্ধা মাস্টার্স, টিম বিজেএমসি মাস্টার্স এবং কক্সবাজার বিচ ফুটবল ক্লাবের (চট্রগ্রাম মাস্টার্স) হয়ে খেলবেন সাবেক ফুটবলাররা। ফিফার তত্ত্বাবধানে আয়োজিত বিচ ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট সারা বিশ্বেই জনপ্রিয়। বাংলাদেশেও বিচ ফুটবলকে জনপ্রিয় করতে এই আয়োজন।

৬ এপ্রিল সকাল সাড়ে ৯টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। চ্যানেল আইতে ম্যাচগুলো সরাসরি দেখা যাবে ৬ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা ও বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা এবং ৭ এপ্রিল সকাল সাড়ে ৯ থেকে ১১টা ও বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২

এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।