ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

আদিবাসী হকিতে দিনাজপুর চ্যাম্পিয়ন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১২
আদিবাসী হকিতে দিনাজপুর চ্যাম্পিয়ন

ঢাকা: এস আলম গ্রুপ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আদিবাসী হকির দ্বিতীয় আসরে শিরোপা জিতেছে দিনাজপুর জেলা। টাইব্রেকারে তারা ২-১ গোলে হারিয়েছে বান্দরবান জেলাকে।



মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকলে টাইব্রেকারে নিষ্পত্তি হয়।

তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী খেলায় রাঙ্গামাটি জেলা ৬-০ গোলে হারায় খাগড়াছড়ি জেলাকে। বিজয়ী দলের পক্ষে গোল করেন আশরাফুল ইসলাম, শফিউল্লাহ নিপু, রমেন চাকমা ও সুশীল চাকমা।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দিপংকর তালুকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। এছাড়া হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ ও ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান মীর্জা ফরিদ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২

এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad