ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

চান্দিনার স্কুলছাত্রী ফাতেমা সাঁতারে জাতীয় পর্যায়ে তৃতীয়

চান্দিনা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১২
চান্দিনার স্কুলছাত্রী ফাতেমা সাঁতারে জাতীয় পর্যায়ে তৃতীয়

চান্দিনা (কুমিল্লা): মৌসুমী সাঁতার প্রতিযোগিতায় কুমিল্লার চান্দিনা উপজেলার তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে।

গত ২ এপ্রিল সোমবার জাতীয় চূড়ান্ত প্রতিযোগিতায় ঢাকার মিরপুর সুইমিং পুলে আটটি বিভাগের আটজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে সে তৃতীয় স্থান অর্জন করে।



বুধবার সকাল ১০টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ উপনেতা সাজেদা চৌধুরী এমপি তার হাতে ব্রোঞ্চ পদক ও সনদপত্র তুলে দেন।

মহিলা ও শিশু বিষয়ক সচিব তারিক উল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন চৌধুরী এমপি, দৈনিক কালেরকন্ঠ পত্রিকার সম্পাদক এমদাদুল হক মিলন, জাতীয় শিশু একাডেমির পরিচালক ফাল্গুনী হামিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১২
প্রতিবেদন: রনবীর ঘোষ কিংকর
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।