ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

ইউসুফের ছাড়পত্র তাহলে কি জাল?

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১২

ঢাকা: যাকে নিয়ে গন্ডগোলের সুত্রপাত সেই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ দেশে ফিরে গেছেন। তার জায়গায় খেলতে আসছেন শোয়েব মালিক এবং আহমেদ শেহজাদ।



ইউসুফের চলে যাওয়ায় নিবন্ধনের বিষয়ে এখন গলদ খুঁজতেই পারে আবাহনী মোহামেডান। তারা দাবি করতেই পারে সিসিডিএম কর্মকর্তাদের যোগসাজশে জাল ছাড়পত্র দিয়ে নিবন্ধন হয়েছিলো পাকিস্তানি এই ক্রিকেটারের। ভিক্টোরিয়া ক্রিকেট কমিটির চেয়ারম্যান লুৎফর রহমন বাদল ইউসুফকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি পরিষ্কার করেননি। শুধু বললেন,‘আরও ভালো খেলোয়াড় আনা হবে। ’

প্রিমিয়ার ক্রিকেটের অচলাবস্থা নিরসনে বিসিবির যে চার কর্মকর্তা কাজ করছেন তারা এখনো পুরোপুরি জট খুলতে পারেননি। মঙ্গলবার ভিক্টোরিয়া কর্মকর্তা বাদলের সাথে আলোচনায় বসেছিলেন বিশেষ কমিটির চেয়ারম্যান মাহাবুবুল আনাম। ইতিবাচক আলোচনা হয়েছে বলেই জানালেন বাদল। বললেন,‘লেখতে পারেন তিনদিনের মধ্যে খেলা শুরু হচ্ছে। আমরা তাদেরকে বলেছি সাকিব তামিমের বিকল্প হিসেবে বিদেশি ক্রিকেটার নেওয়ার অনুমতি দেওয়ার জন্য। তারা আমাকে বলেছেন বিষয়টি দেখবেন। ’

বিসিবির সিনিয়র সহসভাপতি মাহাবুবুল আনামও আশ্বস্ত করেছেন ৬ মার্চের মধ্যে খেলা মাঠে ফিরবে। আবাহনীর ক্রিকেট কর্মকর্তা নাজমুল হক পাপন এবং মোহামেডানের পরিচালক প্রশাসন লোকমান হোসেন ভূঁইয়ার সাথেও আলাদা আলাদা কথা বলেছেন বিসিবি কর্মকর্তা।

এদিকে লিগের খেলা বন্ধ থাকায় একাট্টা হচ্ছে বাকি তিনটি কাব। তারা এখন বিসিবির কাছে আর্থিক ক্ষতিপূর চাইবে। বিসিবির বিশেষ কমিটিও তড়িঘড়ি করে কোন কিছু করতে রাজি নয়। মাহাবুবুল আনাম সে কথাই বলেন,‘এক সঙ্গে বসে কোনে সমাধান হবে না। দ্রুত কিছু করতে গেলেও ঝামেলা হবে। আমরা ধীরে সব কিছু করবো। কাজের অগ্রগতি আছে। ’

আসলে বিসিবির বিশেষ কমিটির কর্মকর্তারা চেষ্টা করছেন উভয় কূল ঠিক রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। সবাইকে খুশি করতে গিয়ে শেষে না বিসিবিকে অখুশি হতে হয়।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১২
এসএ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।