ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

মোস্তফা কামালের পাকিস্তান প্রীতি!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১২
মোস্তফা কামালের পাকিস্তান প্রীতি!

ঢাকা: এই তো রোববারের কথা, রাজধানীতে একটি গোলটেবিল বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল আলাদা করে একপাশে ডেকে নিলেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। অনেকক্ষণ ধরে তাদেরকে বোঝালেন বাংলাদেশ দলের পাকিস্তান সফর করা কেন জরুরী।



মুশফিকুর রহিম মনোযোগী শ্রোতার মতো কথাগুলো শুনে এপাশ ওপাশ মাথা ঝোকাচ্ছিলেন। সহ-অধিনায়ক নিশ্চুপ দাঁড়িয়ে। অদূরে অপেক্ষমান বাংলানিউজের রিপোর্টার কর্ণপাত করতেই কথাগুলো পারিষ্কার শুনতে পান, ‘পাকিস্তানের সঙ্গে খেলেই তো আজ আমাদের এত উন্নতি হয়েছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতেই হবে। তারা যদি আমাদেরকে খেলোয়াড় না পাঠায় তাহলে বিপিএল ফ্লপ করবে। আন্তর্জাতিক খেলাও কমে যাবে। মুশফিক তুমি দলের সবার সঙ্গে একটু আলাপ করো যাতে তারা পাকিস্তানে যেতে রাজি হয়। বুঝিয়ে বলো আমরা লাহোরে গিয়ে খেলে প্লেনে করে চলে আসবো। একটা দুইটা ম্যাচই তো। কোন সমস্যা হবে না। ’

সরকারের সঙ্গেও বিষয়টি নিয়ে ওই রাতে মোস্তফা কামালের আলোচনা করার কথা ছিলো। শেষপর্যন্ত তিনি আলোচনা করতে পেরেছেন কি না জানা নেই। দেশের সংবাদমাধ্যমকে বাংলাদেশ দলের পাকিস্তান সফর বিষয়ে কিছু বলেনও নি। তবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে মঙ্গলবার মুম্বাই হোটেল ছেড়ে চেন্নাই যাওয়ার আগে একজন ভারতীয় সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বাংলাদেশ দলের পাকিস্তান সফর প্রসঙ্গে বলেছেন, ‘আমরা পাকিস্তানকে হেলা করতে পারি না। তাদের খেলোয়াড় আমাদের দেশে খেলে। বাংলাদেশ পাকিস্তানে যাবো। তবে জানিনা কবে কখন হবে। আমরা একা পাকিস্তানে গেলাম আর অন্যরা উপেক্ষা করতে থাকলে কি লাভ হবে। আমি এটা আইসিসি বোর্ড সভায় নিয়ে যেতে চাই। আইসিসির সভায় তা পজেটিভ করার চেষ্টা করবো। ’

ভারতের ওই সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করলে তার সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশগুলো বাংলানিউজকে জানান, বাংলাদেশ দলের সম্ভাব্য পাকিস্তান সফরের বিষয়ে পরামর্শ নিতে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই)’র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে কামাল মুম্বাই গিয়েছিলেন। কামাল রিপোর্টারকে বলেন, ‘রাজনৈতিক কারণে ভারতীয় দল পাকিস্তান সফর করে না। আমি দেশের ক্রিকেট বোর্ডগুলোকে (ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা) বোঝাতে চেষ্টা করবো যাতে তাদের ক্রিকেট দল পাকিস্তানে পাঠায়।

পালা করে তিনি ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সফর করবেন কামাল। এই দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের বোঝাতে পাকিস্তানের জন্য দুতিয়ালি করবেন বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন।

পাকিস্তান সম্পর্কে বিসিবি সভাপতি সাক্ষাৎকারে বলেন, ‘আমরা কতদিন পাকিস্তানকে অবহেলা করবো। কতদিন তারা নিরপেক্ষ ভেন্যুতে তাদের সিরিজ আয়োজন করবে। ’

জাতীয় দলের সম্ভাব্য সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে গত ২ মার্চ বাংলাদেশ থেকে নিরাপত্তা পরিদর্শক দল পাকিস্তান সফর করে। নয় সদস্যের পরিদর্শক দলে মোস্তফা কামালও ছিলেন। নিরাপত্তা পরিদর্শক দল রিপোর্ট পেশ করেছে বলেও তিনি ভারতীয় সাংবাদিককে জানান, ‘বাংলাদেশ সরকারের কাছ থেকে রিপোর্ট পেয়েছি (এই রিপোর্ট বিসিবি তৈরি করেনি)। নেতিবাচক বা ইতিবাচক কোন কিছু প্রতিবেদনে তুল ধরা হয়নি। নিরপেক্ষ প্রতিবেদন দিয়েছে। ’

পাকিস্তান সফর নিয়ে জাতীয় দলের খেলোয়াড়দের প্রতিক্রিয়া কি জানতে চাওয়া হলে কামাল বলেন, ‘আমার জানামতে কোন খেলোয়াড় বা কোচিং স্টাফ পাকিস্তান সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেনি। যখন পাকিস্তানে যাওয়া নিশ্চিত হবে তখন জানা যাবে। ’

ভারতীয় সাংবাদিককে জানান, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার কলকাতা নাইটরাইডার্স এবং দিল্লি ডেয়ারডেভিলসের মধ্যকার ম্যাচ দেখবেন ইডেন গার্ডেনে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।