ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বকাপে ২৩ কোটি মানুষের কাছে পৌঁছেছে টি স্পোর্টস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
বিশ্বকাপে ২৩ কোটি মানুষের কাছে পৌঁছেছে টি স্পোর্টস

বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। দেশের খেলাধুলার পাশাপাশি এই চ্যানেল সার্বক্ষণিকভাবে সম্প্রচার করে চলেছে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট।

কাতার বিশ্বকাপও দেখা গেছে টি স্পোর্টসের পর্দায়। বিশ্বকাপ নিয়ে বিভিন্ন অনুষ্ঠান দেখানো হয়েছে টি স্পোর্টসের ডিজিটাল প্লাটফর্মেও, যা দেখেছেন কোটি কোটি দর্শক।

টি স্পোর্টসের ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও টিকটকে বিশ্বকাপের অনুষ্ঠান দেখেছেন মোট ২৩ কোটি লোক। এর মধ্যে ফেসবুকে ১৭ কোটি, ইউটিউবে ৫ কোটি ও টিকটকে ১ কোটি লোক দেখেছে টি স্পোর্টসের বিভিন্ন আয়োজন। অর্থাৎ শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই ২৩০ মিলিয়ন বা ২৩ কোটি দর্শকের কাছে বিশ্বকাপ ফুটবল পৌঁছে দিলো টি স্পোর্টস। তবে আজ সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি। তাদের প্রত্যাশা চলতি মাস বা ডিসেম্বরের মধ্যে এ সংখ্যা ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি পারি দেবে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।