ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে শেখ রাসেলের জন্মদিন পালিত

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০২, অক্টোবর ১৯, ২০১৫
সিঙ্গাপুরে শেখ রাসেলের জন্মদিন পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিঙ্গাপুর: বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫১তম জন্মদিন পালন করেছে সিঙ্গাপুর শাখা আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় রোয়েল রোডের বাংলাদেশ সেন্টারে কেক কেটে এ জন্মদিন পালন করা হয়।

পরে শেখ রাসেলের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
সিঙ্গাপুর শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজি শিহাব উদ্দিন লিটন।

এতে আরও উপস্থিত ছিলেন, সিঙ্গপুর শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দুর রহমান লিটন, যুগ্ম-সম্পাদক শ্রমিক মনির, সহ-সাধারণ সম্পাদক সাইদ পান্না, সিঙ্গাপুর শাখা ছাত্রলীগের সভাপতি বিল্লাল হাওলাদার, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, রুবেল হোসেন জয়, সাইফুল ইসলাম, মফিজুর রহমানসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিঙ্গাপুর এর সর্বশেষ