ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

সিঙ্গাপুর

রোহিঙ্গাদের জন্য সিঙ্গাপুরের ২ লাখ ডলার অনুদান

আনোয়ার হোসেন, সিঙ্গাপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, মে ২৩, ২০১৫
রোহিঙ্গাদের জন্য সিঙ্গাপুরের ২ লাখ ডলার অনুদান ছবি : সংগৃহীত

সিঙ্গাপুর: রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২ লাখ ডলার আর্থিক সাহায্য দিচ্ছে সিঙ্গাপুর সরকার। তবে সরাসরি নয়, মানব পাচারের শিকার রোহিঙ্গাদেরকে যেসব দেশ আশ্রয় দিচ্ছে তাদের সম্মিলিত তহবিলে এই অনুদান দেয়া হবে।



শনিবার(২৩শে মে’২০১৫) এক বিবৃতিতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী কে শানমুগাম বলেন, ‘মানব পাচারের শিকার রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার অবস্থা সিঙ্গাপুরের নেই। কিন্তু মানবিক দায় আমরা এড়াতে পারি না। তাই তাদের আশ্রয়দাতা দেশগুলোর সম্মিলিত সংগঠন ASEAN কে এই টাকা দেয়া হবে। ’

তবে, রোহিঙ্গাদের সাথে পাচার হওয়া বাংলাদেশিদের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

গত সপ্তাহে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সরকার তাদের জলসীমায় নৌকায় ভেসে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিতে সম্মত হয়।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিঙ্গাপুর এর সর্বশেষ