ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

ফরিদপুরে শুভসংঘের উদ্যোগে ‘তথ্য সুরক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, মে ৮, ২০২৫
ফরিদপুরে শুভসংঘের উদ্যোগে ‘তথ্য সুরক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা শিক্ষার্থীদের নিয়ে ‘সাইবার অপরাধ নিয়ন্ত্রণ’ শীর্ষক আলোচনা সভা

ফরিদপুরে শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং তথ্য সুরক্ষায় করণীয় বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের হলরুমে জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ফরিদপুর জেলা শাখার সভাপতি তন্ময় রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এবং শুভসংঘের প্রধান উপদেষ্টা প্রফেসর এস. এম. আব্দুল হালিম।

দপ্তর সম্পাদক তিহান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম, শুভসংঘের উপদেষ্টা ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ফরিদপুর জেলা প্রতিনিধি হারুন-অর-রশীদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. নুর ইসলাম, শুভসংঘের সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা, আপ্যায়নবিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস, কার্যনিরাহী সদস্য সনত চক্রবর্তী, শিক্ষার্থী অর্ঘ্য শিকদার ও ফয়সাল প্রমুখ।

বক্তারা বলেন, ইমেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত নানা শ্রেণিপেশার মানুষ সাইবার অপরাধের শিকার হচ্ছেন। যেকোনো ইন্টারনেট-সক্ষম ডিভাইস ব্যবহার করার সময় সাইবার হামলার ঝুঁকি থাকে। তাই প্রযুক্তি ব্যবহারে সচেতনতা অত্যন্ত জরুরি।  

তারা আরও বলেন, ইন্টারনেটকে ইতিবাচক কাজে ব্যবহারের পাশাপাশি কেউ সাইবার বুলিং বা হয়রানির শিকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া উচিত।

সভায় উপস্থিত শিক্ষার্থীরা সাইবার সচেতনতা সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও মতামতও ভাগ করে নেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ