ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

ঋণের কারণে স্বামীকে হারানো তাসলিমার ঘরে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, মার্চ ২৯, ২০২৫
ঋণের কারণে স্বামীকে হারানো তাসলিমার ঘরে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আত্মহত্যা করা অটোরিকশাচালক সুজন খানের পরিবারকে ঈদ সহায়তা ও অর্থ সহায়তা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। পরিবারের দাবি, সুজন ঋণের চাপে আত্মহত্যা করেছিলেন।

শুক্রবার (২৮ মার্চ) সুজনের বাড়িকে ঈদ উপহার পৌঁছে দেয় শুভসংঘের বন্ধুরা। সুজনের পরিবারকে চাল-ডাল, সেমাই, চিনি, নুডলস, তেল, আলু, পেঁয়াজ, আদা-রসুন, লবণ, সাবানসহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।

এ ছাড়া কিছু অর্থ সহায়তা দেওয়া হয়েছে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে।

এ সময় বসুন্ধরা শুভসংঘ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আহসানুল হক দিদার, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ শাকিল, প্রচার সম্পাদক মোস্তফা আমীর ফয়সল, ক্রীড়া সম্পাদক রাসেল আহম্মেদ ও মোদাব্বির হাসান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদসামগ্রী পেয়ে সুজনের স্ত্রী তাসলিমা বেগম বলেন, ‘আমার তো মাথার ওপর মানুষটাই নাই। কের ঈদ। খায়া না খায় জীবনডা পার করতাছি। এর মধ্যে তাঁরার (বসুন্ধরা শুভসংঘ) দেওয়া অনেক জিনিস পাইছি। এতে পুলাপানডিরে (সন্তান) লইয়া ঈদডা করতারবাম। দোয়া করি তারারে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ