ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

সিরাজগঞ্জে বসুন্ধরা শুভ সংঘের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৭, জানুয়ারি ৩০, ২০২৫
সিরাজগঞ্জে বসুন্ধরা শুভ সংঘের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছেন শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জ: বসুন্ধরা শুভ সংঘ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ আলম, সিরাজগঞ্জ জেলা শুভ সংঘের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রাকিব হাসান, কোষাধ্যক্ষ সাফিউল আরেফিন সায়েম, আব্দুল কাদের আকন্দ, সোহাগ আকন্দ, আমিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ