ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, জানুয়ারি ২৮, ২০২৫
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ

আজকের শিশু ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব দেবে। তবে শিক্ষার আলো ছাড়া শিশুদের জন্য সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করা যায় না।

অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার প্রচেষ্টায় বসুন্ধরা শুভসংঘ সারা দেশে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নানামুখী কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বসুন্ধরা শুভসংঘ মিরপুর শাখার বন্ধুরা আজ সোমবার (২৭ জানুয়ারি) সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ উপহার দিয়েছেন।

মিরপুর ১৪ নম্বরের বস্তি এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় হাতেখড়ি হয়েছে বসুন্ধরা শুভসংঘ বন্ধুদের মাধ্যমে। তাদের লেখাপড়া চালিয়ে যেতে ও উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।  
ভ্যানচালক লেবু মিয়া বলেন, ‘আপনেগো আল্লায় ভালো করব। শিশুরা ফেরেশতার মতো।

হেগো আপনারা পড়ালেহা শিখান, বই, খাতা, কলম, পেন্সিল দেন, মাঝেমধ্যে খাবার-দাবারও দেন। আমার মাইয়াডা আপনেগো এহানে পড়ালেহা শিখতাছে। আমি আপনেগো লাইগা পরান ভইরা দোয়া করি। ’

শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মিরপুর শাখার শুভার্থী রুফাইদা আক্তার, সাবিহা সুলতানা, রিফাহ নানজিবা আবিকা, সজিবুল ইসলাম মহসিন ও স্বপ্না আক্তার।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ