ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

কুষ্টিয়ায় ৫০ জনকে কম্বল দিল বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, জানুয়ারি ২২, ২০২৫
কুষ্টিয়ায় ৫০ জনকে কম্বল দিল বসুন্ধরা শুভসংঘ

দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে কুষ্টিয়ায় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা সোমবার শীতার্ত অসহায়-হতদরিদ্র অর্ধশত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।

শহরের থানাপাড়ায় অবস্থিত বসুন্ধরা শুভসংঘের আঞ্চলিক কার্যালয়ের সামনে সকালে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক, ইত্তেফাকের কুষ্টিয়া প্রতিনিধি ও জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, শুভসংঘের সাধারণ সম্পাদক কাকলি খাতুন, যুগ্ম সম্পাদক শাকিল প্রামাণিকসহ শুভসংঘের অন্যান্য সদস্যরা।

প্রচণ্ড শীতের মধ্যে নতুন কম্বল পেয়ে দারিদ্র্যপীড়িত মানুষেরা অত্যন্ত আনন্দিত।

কম্বল গায়ে জড়িয়ে তারা প্রাণ ভরে দোয়া করেছেন বসুন্ধরা গ্রুপের মালিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রার্থ প্রতিম শীল বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে শীতার্ত দরিদ্রদের মাঝে যে কম্বল বিতরণ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি, এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের অন্যান্য অতিথিরাও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার পরিবার এবং কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ