ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের বই পাওয়ার আনন্দ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, জানুয়ারি ৫, ২০২৫
বীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের বই পাওয়ার আনন্দ

দিনাজপুরের বীরগঞ্জের মাকড়াইয়ে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে আনন্দে মেতে উঠেছে স্কুলে আসা শিক্ষার্থীরা।

রবিবার (৫ জানুয়ারি) সকালে বীরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের মাকড়াইয়ে বসুন্ধরা শুভসংঘ স্কুল প্রাঙ্গণে নতুন বই বিতরণ করা হয়।  

বই বিতরণ অনুষ্ঠানে শুভসংঘ স্কুলের সমন্বয়ক সোহেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির কোষাধক্ষ্য আলহাজ মোহাম্মদ আলী।

তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসহায় ও দরিদ্র ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠদান শিক্ষার্থীদের ভবিষৎ ও সুশিক্ষিত জাতি গঠনে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে।

শুভসংভ স্কুলের সমন্বয়ক সোহেল আহমেদ বলেন, শিক্ষার্থীদের উচ্ছ্বাসই আমাদের কাজের সফলতার প্রমাণ। নতুর বই শিশুদের মেধা বিকাশের পথ আলোকিত করবে। এভাবে তাদের জীবনে শিক্ষা ও স্বপ্নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ