ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে না আইএফআইসি ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে না আইএফআইসি ব্যাংক

ঢাকা: একহাজার কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেড।

রোববার (০৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, ব্যাংকটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এই বন্ড ইস্যুর আবেদন প্রত্যাহার করেছে।

ব্যাংকটি এডিশনাল টিয়ার-১ মূলধন সহায়তায় ব্যাসেল-৩ এর অধীনে বন্ড ইস্যু করতে চেয়েছিল। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৯০০ কোটি টাকার বন্ড ইস্যু এবং বাকি ১০০ কোটি টাকার বন্ড পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করার কথা ছিল।

তবে ব্যাংকটি আরও জানিয়েছে বিএসইসির কাছে আইএফআইসি ব্যাংক থার্ড নন-কনভার্টেবল কুপন বেয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। এটি ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।