ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

লকডাউনে পুঁজিবাজারে লেনদেন দুই ঘণ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
লকডাউনে পুঁজিবাজারে লেনদেন দুই ঘণ্টা

ঢাকা: লকডাউনে ব্যাংকিং আওয়ারের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।

রোববার (৪ এপ্রিল) বিকেলে তিনি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, কমিশন সিদ্ধান্ত নিয়েছে লকডাউনে ব্যাংকিং আওয়ারের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্থাৎ দুই ঘণ্টা লেনদেন চলবে। আগামীকাল থেকেই এটি কার্যকর হচ্ছে।

এদিকে রোববার লকডাউন আতঙ্কে পুঁজিবাজারে সূচকের ব্যাপক পতন হয়েছে। এদিন ডিএসইর সূচক ডিএসইএক্স ১৮১ পয়েন্ট কমেছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।