ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

শেয়ারবাজার

ইতিহাসের সর্বোচ্চ স্থানে ডিএসইর বাজার মূলধন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, ডিসেম্বর ২৭, ২০২০
ইতিহাসের সর্বোচ্চ স্থানে ডিএসইর বাজার মূলধন

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার মূলধনে রেকর্ড গড়েছে। আজ লেনদেনে চাঙাভাব থাকায় ডিএসইর বাজার মূলধন অবস্থান করছে ইতিহাসের সর্বোচ্চ স্থানে।

রোববার (২৭ ডিসেম্বর) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, আজ ডিএসইর বাজার মূলধন ৪ লাখ ৩৯ হাজার ৩৯৭ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকায় উঠে এসেছে। যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ।

আগের দিন (বৃহস্পতিবার) ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ২৫ হাজার ৭৯৪ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকা। আজ ১৩ হাজার ৬০৩ কোটি ২০ লাখ ৬৪ হাজার টাকা বেড়ে ৪ লাখ ৩৯ হাজার ৩৯৭ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকায় উঠে আসে।

এর আগে ২০১৮ সালের ১ জানুয়ারি ডিএসইর সর্বোচ্চ বাজার মূলধন ছিল। ওইদিন ডিএসইর বাজার মূলধন ছিল ৪ লাখ ২৮ হাজার ৫০৯ কোটি ৫৫ লাখ টাকা।

এদিকে মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটার লেনদেন শুরু হওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।