ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

সিএসইতে ৩ মাসের প্রোমোশনাল প্রোগ্রামের ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
সিএসইতে ৩ মাসের প্রোমোশনাল প্রোগ্রামের ঘোষণা

ঢাকা: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে বিদেশি বিনিয়োগকে আরো উৎসাহিত এবং সিএসইর বাল্ক ও ফরেন উইন্ডোর লেনদেনকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই) তিন মাসব্যাপী প্রোমোশনাল প্রোগ্রামের ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই প্রোগ্রামের আওতায় আগামী নভেম্বর ২০২০ থেকে জানুয়ারি ২০২১ পর্যন্ত সিএসইর ট্রেক হোল্ডারদের জন্য বাল্ক এবং ফরেন উইন্ডোতে ট্রেড করলে কমিশন চার্জ সম্পূর্ণ ফি অর্থাৎ এই সময়ের মধ্যে সিএসইর বাল্ক এবং ফরেন উইন্ডোর মাধ্যমে ট্রেড করলে এক্সচেঞ্জ ট্রেক হোল্ডারদের কাছ থেকে কোনো কমিশন চার্জ নেবে না।

সিএসই মনে করে এই প্রোগ্রামের মাধ্যমে ট্রেকরা তাদের লেনদেনের ব্যাপারে বিশেষ আগ্রহী হবে এবং সিএসইসহ পুঁজিবাজারে লেনদেনের সুযোগ আরো বেড়ে যাবে। একইসঙ্গে ট্রেকদের ব্যবসা করার সুযোগ ত্বরান্বিত হবে।

বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।