ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে সিএসইতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
ডিএসইতে সূচক বাড়লেও কমেছে সিএসইতে

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও কমেছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪২ পয়েন্টে অবস্থান করছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭৩৮ পয়েন্টে। তবে এদিন শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১১৫৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৩১৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮৮ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪০৫ কোটি টাকার।  

ডিএসইতে রোববার ৩৫২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮৪টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, কমেছে ১১৮টির এবং ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ প্রতিষ্ঠান হলো- ন্যাশনাল টিউবস, জেএমআই সিরিঞ্জ, বিকন ফার্মা, ওয়াটা কেমিক্যাল, লিগ্যাসি ফুটওয়্যার, ইউনাইটেড পাওয়ার, ইস্টার্ন কেবলস, স্টাইলক্রাফট, বঙ্গজ এবং ভিএফএস থ্রেড ডাইং।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৭৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২২টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।  

এবাজারে ৩২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি টাকার।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।