ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

উত্থানের ধারায় পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
উত্থানের ধারায় পুঁজিবাজার

ঢাকা: সূচকের উত্থানের মধ্য দিয়ে নতুন বছরের দ্বিতীয় কার্যদিবস বুধবার (০২ জানুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। ব্যাংক, বিমা ও আর্থিক খাতসহ প্রায় সব খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৩৩ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে টানা নয় কার্যদিবস পুঁজিবাজারে উত্থান হলো।

ডিএসইর তথ্য মতে, এদিন এ বাজারে ১৯ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ৬১৩টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬৯৬ কোটি ৪৫ লাখ ৭ হাজার টাকা।

এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩০ কোটি ১৭ লাখ ৪২ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩৮ কোটি ৩৪ লাখ ২ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিল ৩৮৮ কোটি ২৪ লাখ ৯ হাজার টাকার।

তিন সূচকে পথ চলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯৬ পয়েন্টে অবস্থান নেয়। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৪ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ১ হাজার ২৪৯ পয়েন্টে এবং ডিএস-৩০ ইনডেক্স ৪ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯১২ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৫টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম।
 
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১৩৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ৫২টির এবং ২৬টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ কোটি ২৯ লাখ ১ হাজার ৩৯২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৪ কোটি ৪৮ লাখ ৭১ হাজার ৫৩৪ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪১ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ৭৭০ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৬১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ৬০৫ টাকার।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।