ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বেড়েছে সূচক ও বেশির ভাগ শেয়ারের দাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৮
বেড়েছে সূচক ও বেশির ভাগ শেয়ারের দাম

ঢাকা: প্রকৌশল, আর্থিক প্রতিষ্ঠান, বিমা, খাদ্য ও আনুষাঙ্গিক এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির মধ্য দিয়ে সোমবার (০৩ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এর ফলে এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়ে চলে বেলা সোয়া ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে সূচকের ওঠানামায় দিনের বাকি সময় লেনদেন হয়।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৪০ পয়েন্ট। গত সপ্তাহে দুই কার্যদিবস দরপতনের পর নতুন সপ্তাহে টানা দুই কার্যদিবস পুঁজিবাজারে উত্থান হলো।

সংশ্লিষ্টরা বলছেন, একাদশ সংসদ নির্বাচনের আগে দরপতন ঠেকাতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশসহ (আইসিবি) বেশ কিছু প্রতিষ্ঠানের মার্কেট সার্পোটের ফলে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ছে।

ডিএসই’র তথ্যমতে, সোমবার এ বাজারে ১৬ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ১০টি শেয়ারের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫৪৯ কোটি ৮৬ লাখ ২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৭৬ কোটি ৫৪ লাখ ২৮ হাজার টাকার। তার আগের কার্যদিবস লেনদেন হয়েছিলো ৭৩৫ কোটি ৫৫ লাখ ৩ হাজার টাকার।  

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৬ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স দশমিক ৯৬ পয়েন্ট কমে অবস্থান নেয় ১ হাজার ২২৫ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ ইনডেক্স দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৮৫৫ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৮টির, কমেছে ১১০টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে, সিএসইতে সার্বিক সূচক ৪০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ২৬৪ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৮৬টির এবং ২৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ কোটি ৮৫ লাখ ১৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩ কোটি ৬৯ লাখ ৭১ হাজার ১৬০ টাকার।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।