ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক কমলেও বেড়েছে লেনদেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
সূচক কমলেও বেড়েছে লেনদেন

ঢাকা: বুধবারের (২৮ নভেম্বর) মতোই দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দেশের দুই পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৫ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১৪ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে বেড়েছে লেনদেন। এর ফলে দু’দিন উত্থ‍ানের পর আবার দু’দিন বাজারের দরপতন হলো।

ডিএসই’র তথ্যমতে, বৃহস্পতিবার এ বাজারে ১৭ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৫টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৭৩৫ কোটি ৫৫ লাখ ৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৯৪ কোটি ২৭ লাখ ৬৬ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ৬৩৮ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার টাকার।  

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে ৫ হাজার ২৮১ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ১ হাজার ২২৩ পয়েন্টে।  

এছাড়া ডিএস-৩০ ইনডেক্স দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৬১ পয়েন্টে।
 
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৮২টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দাম।
 
অন্যদিকে, সিএসইতে সার্বিক সূচক ১৪ পয়েন্ট কমে ১৬ হাজার ১৮২ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১১৬টির এবং ২৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
 
এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ কোটি ৬৯ লাখ ৭১ হাজার ১৬০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২২ কোটি ৯৬ লাখ ৮৫ হাজার ৪৩৮ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিল ২৩ কোটি ৮৬ লাখ ১০ হাজার টাকার।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।