ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

তিনদিন পর পুঁজিবাজারে উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
তিনদিন পর পুঁজিবাজারে উত্থান

ঢাকা: টানা তিনদিন দরপতনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ অক্টোবর) দেশের পুঁজিবাজারে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-আইসিবিসহ বেশকিছু আর্থিক প্রতিষ্ঠানের মার্কেট সার্পোটের ফলে দিনভর সূচক ওঠানামার পরও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৩ পয়েন্ট।  

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৭ পয়েন্ট।

তবে কমেছে লেনদেনের পরিমাণ।

ডিএসইর তথ্যমতে, বুধবার এ বাজারে ৯ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ৯৭৪টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ২ লাখ ৭৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৭৯ কোটি ৪০ লাখ ৫ হাজার টাকার।  

তার আগের দিন লেনদেন হয় ৪৩৫ কোটি ৩২ লাখ ৫ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিল ৪৩৯ কোটি ৫৯ লাখ ৬২ হাজার টাকার।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৭৬ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৬ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় এক হাজার ২১৪ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ ইনডেক্স ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭২ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের।

এদিকে সিএসইতে সার্বিক সূচক ৫৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৮২৬ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয় ১৮ কোটি ৯০ লাখ টাকা।  

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এমএফআই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।