ঢাকা, শুক্রবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক পতন, সিএসইতে উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
ডিএসইতে সূচক পতন, সিএসইতে উত্থান

ঢাকা: সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস বোববার (০৭ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে। তবে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সামান্য বেড়েছে।

এর ফলে চার কার্যদিবস পর টানা দুই কার্যদিবস (বৃহস্পতি ও রোববার) ডিএসইতে দরপতন হলো। এদিন ব্যাংক, বিমা ও আর্থিক খাতসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমায় পুঁজিবাজারে দরপতন হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

দিনভর সূচক ওঠানামা শেষে ডিএসইতে সূচক কমেছে ৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে বেড়েছে লেনদেন। অন্যদিকে সিএসইতে সূচক বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, রোববার এ বাজারে ১৮ কোটি ৭০ লাখ ৭ হাজার ২৯০টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮৪৪ কোটি ৮০ লাখ ১৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৬০ কোটি ২ লাখ ২৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৬৩ কোটি ৬৭ লাখ ২ হাজার টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৪৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫৭ পয়েন্টে। আর ডিএস-৩০ ইনডেক্স ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০২ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের।

অপর বাজার সিএসইতে সার্বিক সূচক ২২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার।

এদিন লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি ১২ লাখ ৬২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।