ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ারের দাম বৃদ্ধির কারণ জানে না তিন কোম্পানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
শেয়ারের দাম বৃদ্ধির কারণ জানে না তিন কোম্পানি

ঢাকা: অস্বাভাবিক হারে দাম বৃদ্ধির কারণ জানে না পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। কোম্পানিগুলো হচ্ছে- স্টাইল ক্রাফট, এসকে ট্রিমস ও দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড।

সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ারের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে কোম্পানিগুলোর কাছে কারণ জানতে চাইলে ডিএসইকে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

তারা বলছে, শেয়ারের দাম বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের জানা নেই।

মঙ্গলবার (০২ অক্টোবর) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে ১ অক্টোবর (সোমবার) কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো এ তথ্য জানায়।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ৩ সেপ্টেম্বর স্টাইল ক্রাফটের শেয়ার দাম ছিল ২ হাজার ৭১৩ টাকা ৮০ পয়সা। ১ অক্টোবর তা ৪ হাজার ৩১২ টাকা ১০ পয়সায় উন্নীত হয়। গত ২৫ সেপ্টেম্বর এসকে ট্রিমসের শেয়ার দাম ছিল ২৫ টাকা ৮০ পয়সা। ১ অক্টোবর তা ৩৫ টাকা হয়। একইভাবে দুলামিয়া কটন স্পিনিং মিলসের শেয়ার দামও ধারাবাহিকভাবে বাড়ছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।