ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে মূল্যসংশোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
পুঁজিবাজারে মূল্যসংশোধন

ঢাকা: টানা দু’দিন উত্থানের পর দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে।

আগের দিনের মতোই এদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন শুরু হয়ে চলে মাত্র ৮ মিনিট। এ সময় সূচক বাড়ে ৩৩ পয়েন্ট।

এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। যা দিনের লেনদেন পর্যন্ত অব্যাহত ছিলো।
 
দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩২ পয়েন্ট।
 
এদিন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ খাতের শেয়ারের দাম কমায় সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দামও। এর ফলে দু’দিন পর দরপতন হলো। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে মূল্যসংশোধন হয়েছে।
 
ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার এ বাজারে ১৭ কোটি ৪৭ লাখ ৮ হাজার ৭৪৬টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮২৬ কোটি ১৬ লাখ ৮৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৮২৪ কোটি ৪৭ লাখ ১৬ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৩১ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার টাকার।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৫ দশমিক ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫৫ পয়েন্টে। আর ডিএস-৩০ ইনডেক্স ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯০১ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৩২ পয়েন্ট কমে ১০ হাজার ২৩৩ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার।

লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ কোটি ৪০ লাখ ৯৮ হাজার ৬০৬ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩১ কোটি ৬৩ লাখ ২০ হাজার ২৯৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৭ কোটি ৮২ লাখ ৫৩ হাজার ৬৩৭ টাকার।
 
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।