ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

পিএফআই সিকিউরিটিজকে ২৫ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
পিএফআই সিকিউরিটিজকে ২৫ লাখ টাকা জরিমানা

ঢাকা: পিএফআই সিকিউরিটিজ লিমিটেডকে ২৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 
 

মঙ্গলবার (০২ জানুয়ারি) কমিশনের ৬২২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

সিকিউরিটিজ সংক্রান্ত আইনভঙের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজটিকে এ জরিমানা করা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সমন্বিত গ্রাহক হিসেবে ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ৮এ(১) লঙ্ঘন, ৫ লাখ টাকার উপরে নগদ লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর ৮এ(সি) (আই) লঙ্ঘন, ২০১০ সালের ১৫ জুন নন মার্জিন শেয়ারে (৪০ পি/ই রেশিওর উপরে) মার্জিন ঋণ দেওয়ার মাধ্যমে কমিশনের আদেশ নং এসইসি/সিএমআরআরসিডি/২০১০-৪৩/৪২ এর লঙ্ঘন, ২২ জুলাই ২০১০ সালে ডিলার হিসেবে ঋণ দেওয়ার মাধ্যমে কমিশনের ডাইরেক্টিভ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৫১ এর লঙ্ঘন এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগকারীকে ঋণ দেওয়ার মাধ্যমে কমিশনের ডাইরেক্টিভ নং এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/১৬৯ এর লঙ্ঘন করে পিএফআই।  

এসব আইন লঙ্ঘনের দায়ে পিএফআই সিকিউরিটিজকে ২৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।