ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

সূচকের উঠা-নামায় লেনদেন চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
সূচকের উঠা-নামায় লেনদেন চলছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ার শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার মূল্য সূচকের বেশ উঠা-নামার মধ্যদিয়ে লেনদেন চলছে।
 
প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়েছে।

অপর শেয়ারবাজার সিএসইতে সিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমেছে।
 
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১১৪ কোটি ২৭ লাখ টাকা। লেনদেন হওয়া ১২০টি প্রতিষ্ঠানের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। এর বিপরীতে দাম কমেছে ৯৪টির এবং অপরিবর্তীত আছে ৬১টি।
 
এদিকে বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে যায়।
 
এরপরই নিম্নমুখী হতে থাকে সূচক। বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট পড়ে যায়। ১০টা ৫০মিনিটে কমে ৬ পয়েন্ট। বেলা ১১টায় কমে ১৩ পয়েন্ট। ১১টা ১০মিনিটে কমে ১২ পয়েন্ট।
 
এরপর আবার ঊর্ধ্বমুখী হতে থাকে সূচক। বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে যায়। ১১টা ২৫ মিনিটে বাড়ে ৫ পয়েন্ট।
 
এরপর আবার নিম্নমুখী হয় সূচক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৪৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৯২ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ১ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- বেক্সিমকো, তিতাস গ্যাস, সাইফ পাওয়ার, ইমারেল্ড ওয়েল, কাশেম ড্রাইসেল, এসিআই, আফতাব অটোস, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো ফার্মা ও কেডিএস।
 
অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৯৫ লাখ টাকা। লেনদেন হওয়া ৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড’র দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ৫৩টির এবং অপরিবর্তীত আছে ৩২টি।
 
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এএসএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।