ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

শেয়ার বাজারে সূচকের মিশ্র প্রবণতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
শেয়ার বাজারে সূচকের মিশ্র প্রবণতা

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ নভেম্বর) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকে মিশ্র প্রবণতা দেখা দিয়েছে।
 
লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে দশমিক ৩২ পয়েন্ট।

তবে পতন ঘটেছে অন্য দু’টি সূচকের। এর মধ্যে ডিএসই-৩০ সূচকটি কমেছে ১ পয়েন্ট এবং ডিএসই শরীয়হ্ সূচক কমেছে ১ পয়েন্ট।
 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ১৪২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে।

অপরদিকে দাম কমার তালিকায় রয়েছে ১৩৭টি এবং অপরিবর্তীত রয়েছে ২৯টি। আর দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৭ কোটি ১৬ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৫ কোটি ৩ লাখ টাকা কম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে-সাইফ পাওয়ার, তিতাস গ্যাস, ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেল, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড এয়ার, কেডিএস এক্সোসরিজ, আইপিডিসি ও বেক্সিমকো।
 
দাম বাড়ার শীর্ষ দশ কো্ম্পানির তালিকায় রয়েছে- মিরাক্যাল ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ক্যাপিটাল, এটলাস বাংলা, এইচআর টেক্স, ফনিক্স ফাইন্যান্স, কাশেম ড্রাইসেল, গোল্ডেন হারভেস্ট, ইউনাইটেড ফাইন্যান্স, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড-১ ও উসমানিয়া গ্লাস শিট।
 
অন্যদিকে দাম কমার শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- রহিম টেক্স, জেমীনি সি ফুড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, দেশ গার্মেন্ট, এমআই সিমেন্ট, রেনউইক যজ্ঞেশ্বর, পিপলস লিজিং, আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ড, মোজাফ্ফর হোসেন স্পিনিং ও জাহিন টেক্স।
 
অপর বাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ২ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে সিএএসপিআই বেড়েছে ৪ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়েছে। তবে কমেছে সিএসআই। এ সূচকটি আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমেছে।
 
এ বাজারটিতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৪ লাখ টাকা। লেনদেন হওয়া ৯০টি প্রতিষ্ঠানের দাম আগের দিনের তুলনায় বেড়েছে।
 
অপরদিকে দাম কমেছে ১০২টির এবং অপরিবর্তীত আছে ৩৬টির।
 
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এএসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।