ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ারবাজারে বড় পতন চলছেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
শেয়ারবাজারে বড় পতন চলছেই

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা ৩ দিনের মতো মূল্য সূচকের বড় পতন ঘটেছে।
 
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ অক্টোবর) লেননেদ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ৬৮ পয়েন্ট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সূচকটি কমে ৩৯ পয়েন্ট ও বুধবার কমে ৬৩ পয়েন্ট।
 
অপর বাজার সিএসইতে রোববার সিএসইএক্স সূচক কমেছে ১৪৩ পয়েন্ট। আগের কার্যদিবস বৃহস্পতিবার সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমে ৭৭ পয়েন্ট এবং বুধবার কমে ছিলো ১১৯ পয়েন্ট।
 
এদিকে সূচকের পাশাপাশি দুই বাজারেই রোববার কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে দিন শেষে লেনদেন হয়েছে ৩১০ কোটি ৮৯ লাখ টাকা। যা আগের কার্যদিবসের তুলনায় ৯৩ কোটি ৬০ লাখ টাকা কম।
 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড আগের দিনের তুলনায় দর হারিয়েছে। আর দাম বেড়েছে মাত্র ৪৪টির এবং অপরিবর্তিত আছে ২৩টি।
 
অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৯৩ লাখ টাকা। যা আগের কার্যদিবসের তুলনায় ৫ কোটি ৬১ লাখ টাকা কম।
 
এই বাজারটিতে লেনদেন হওয়া ১৯২টি প্রতিষ্ঠানই আগের দিনের তুলনায় দর হারিয়েছে। আর দাম বেড়েছে ৩৩টির এবং অপরিবর্তিত আছে ১৮টি।
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার ডিএসইতে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে এ ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে মাত্র ৪ মিনিট। লেনদেন শুরুর প্রথম ২ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে যায়।
 
এর পরেই নিম্নমুখী হতে থাকে সূচক। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যহত থাকে। বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমে যায় ১৫ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে কমে ৩০ পয়েন্ট।
 
বেলা ১১টায় কমে ২৫ পয়েন্ট। ১১টা ১০ মিনটে কমে ২৫ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে কমে ৩৯ পয়েন্ট। বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ৩৭ পয়েন্ট।
 
এরপর টানা নিম্নমুখীতার কারণে দুপুর ১২টায় ডিএসইএক্স ৫৬ পয়েন্ট পড়ে যায়। দুপুর ১টায় কমে ৫৬ পয়েন্ট। দুপুর ২টায় কমে ৬৮ পয়েন্ট। দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৬৮ পয়েন্ট কমে ৪ হাজার ৬০৮ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট কমে ১ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিল, সাইফ পাওয়ার, কেডিএস এক্সসরিজ, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, বিএসআরএম, জিপি, ইউনাইটেড এয়ার ও সিভিও পেট্রোকেমিক্যাল।
 
** সূচকের নিম্নমুখীতায় লেনদেন চলছে

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এএসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।